স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে একমি পেস্টিসাইডস

সময়: বুধবার, এপ্রিল ১৭, ২০২৪ ১:২০:০৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ২১ এপ্রিল স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে একমি পেস্টিসাইডস। রেকর্ড ডেটের কারণে আগামী ২২ এপ্রিল কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ০.১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটি। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারে ১ পয়সা ডিভিডেন্ড পাবেন শেয়ারহোল্ডাররা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৬ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৫১ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৯৯ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৫২ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১০ জুন।

Share
নিউজটি ৩৫৯ বার পড়া হয়েছে ।
Tagged