স্পট মার্কেটে যাচ্ছে ৪ কোম্পানি

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ২ কোম্পানি

সময়: মঙ্গলবার, অক্টোবর ২১, ২০২৫ ২:০৪:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকার ও ২৩ অক্টোবর স্পট মার্কেটে লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। কোম্পানি দু’টি হলো- ইবনে সিনা ও এনভয় টেক্সটাইল। রেকর্ড ডেটের কারণে আগামী ২৬ অক্টোবর কোম্পানিগুলোর শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি শেয়ারহোল্ডারদের জন্য চলতি অর্থবছরে ৬৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের শীর্ষস্থানীয় এই কোম্পানির ডিভিডেন্ড গত অর্থবছর (২০২৪)-এর তুলনায় সামান্য বৃদ্ধি পেয়েছে। গত বছর প্রতিষ্ঠানটি ৬৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

কোম্পানির ঘোষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ইপিএস কিছুটা কমলেও ক্যাশ ফ্লো এবং নেট অ্যাসেট ভ্যালু (NAV)-তে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে।

শেয়ারপ্রতি আয় (ইপিএস): ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানির সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ২০ টাকা ২৭ পয়সা, যা আগের বছর (২০২৪)-এর ২১ টাকা ৪৬ পয়সার তুলনায় সামান্য কম।

শেয়ারপ্রতি নগদ প্রবাহ (NOCFPS): চলতি অর্থবছরে নগদ প্রবাহ দাঁড়িয়েছে ২৩ টাকা ১৬ পয়সা, যা আগের বছরের ১২ টাকা ৪৮ পয়সার তুলনায় প্রায় দ্বিগুণ উন্নতি নির্দেশ করে।

শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAV): ৩০ জুন ২০২৫ তারিখে কোম্পানিটির NAV পার শেয়ার দাঁড়িয়েছে ১২৫ টাকা ৬৯ পয়সায়, যা আগের বছরের ১১১ টাকা ৯৪ পয়সার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

এদিকে, এনভয় টেক্সটাইলস পিএলসি ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ড) ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮ টাকা ৪০ পয়সা, যা আগের বছরের ৩ টাকা ৫৮ পয়সার তুলনায় দ্বিগুণেরও বেশি। এ থেকে বোঝা যায় কোম্পানির লাভজনকতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) বেড়ে দাঁড়িয়েছে ৪ টাকা ৭৭ পয়সায়। আগের অর্থবছরে এটি ছিল ৩ টাকা ৬৮ পয়সা।

এছাড়া, ২০২৫ সালের জুন শেষে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৮ টাকা ৩২ পয়সায়। যা কোম্পানির সম্পদভিত্তিক শক্তিমত্তার প্রমাণ বহন করে।

শেয়ারহোল্ডারদের জন্য আগামী ৬ ডিসেম্বর সকাল ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সভাটি অনুষ্ঠিত হবে হাইব্রিড পদ্ধতিতে (সরাসরি ও অনলাইনে)। এ

Share
নিউজটি ৭২ বার পড়া হয়েছে ।
Tagged