নিজস্ব প্রতিবেদক: রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৩ কোম্পানি। নির্ধারিত সময়ে এসব কোম্পানির ব্লক লেনদেনও স্পট সেটেলমেন্ট সাইকেল অনুযায়ী নিষ্পত্তি করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর মধ্যে পেনিনসুলা চিটাগং লিমিটেড (PENINSULA), বিডি সার্ভিস লিমিটেড (BDSERVICE) এবং আজিজ পাইপস লিমিটেড (AZIZPIPES)–এর শেয়ার ১২ নভেম্বর থেকে ১৬ নভেম্বর ২০২৫ পর্যন্ত স্পট মার্কেটে লেনদেনযোগ্য থাকবে। এই সময়ে লেনদেনগুলো কাম বেনিফিটসহ (cum benefit) সম্পন্ন হবে। উক্ত তিন কোম্পানির শেয়ার লেনদেন রেকর্ড তারিখ ১৭ নভেম্বর ২০২৫ তারিখে স্থগিত থাকবে।
অন্যদিকে, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড (SQURPHARMA), স্কয়ার টেক্সটাইলস লিমিটেড (SQUARETEXT), শার্প ইন্ডাস্ট্রিজ লিমিটেড (SHARPIND), প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড (PREMIERCEM), ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড (NPOLYMER), মির আখতার হোসেন লিমিটেড (MIRAKHTER), খাজা বাবুল প্রাইভেট পাওয়ার বিল্ডিং লিমিটেড (KBPPWBIL), ইন্টারন্যাশনাল ট্যুরিজম করপোরেশন লিমিটেড (ITC), ক্রাউন সিমেন্ট লিমিটেড (CROWNCEMNT) এবং বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড (BEACONPHAR)–এর শেয়ার ১২ নভেম্বর থেকে ১৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত স্পট মার্কেটে লেনদেন করা যাবে।
উল্লেখিত কোম্পানিগুলোর ক্ষেত্রেও ব্লক লেনদেন স্পট সেটেলমেন্ট সাইকেল অনুযায়ী নিষ্পত্তি হবে এবং শেয়ার লেনদেন রেকর্ড তারিখ ১৬ নভেম্বর ২০২৫ তারিখে স্থগিত থাকবে।
ডিএসই সূত্র জানায়, রেকর্ড তারিখের আগে নির্ধারিত স্পট মার্কেট সময়সীমায় যারা শেয়ার ক্রয় করবেন, তারা সংশ্লিষ্ট কোম্পানির ঘোষিত লভ্যাংশ বা অন্যান্য কর্পোরেট সুবিধা (cum benefit) পাওয়ার যোগ্য হবেন।


