স্পট মার্কেটে যাচ্ছে ৪ কোম্পানি

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ২ কোম্পানি

সময়: সোমবার, মে ৮, ২০২৩ ৫:০০:২৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : এজিএম ও ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকল ও ১০ মে স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ২ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ২টি হলো- পূবালী ব্যাংক এবং শাশা ডেনিমস।

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামী ০৩ মে এই ২ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

পূবালী ব্যাংক : ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিতভাবে আয় (কনসোলিডেটেড ইপিএস) ৫ টাকা ৪৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য সমন্বিতভাবে (কনসোলিডেটেড এনএভি) দাঁড়িয়েছে ৪১ টাকা ৯৬ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ সমন্বিতভাবে (কনসোলিডেটেড এনওসিএফপিএস) দাঁড়িয়েছে মাইনাস ৩ টাকা ৩৬ পযসা।

আগামী ৬ জুন’ ২০২৩ সকাল সাড়ে ১০টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।

শাশা ডেনিমস লিমিটেড : কোম্পানিটির বোর্ড কোম্পানির উৎপাদন সক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে বোর্ড জিএ গার্মেন্টস লিমিটেডে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। এক মূল্যসংবেদনশীল তথ্যে এসব বিষয় জানিয়েছে বস্ত্র খাতের কোম্পানিটি।

তথ্য অনুসারে, শাশা ডেনিমসের বোর্ড কোম্পানির উৎপাদন সক্ষমতা বাড়াতে ১০৫টি লুম প্রতিস্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এ লুমগুলো ঢাকা ইপিজেডের বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) বরাদ্দকৃত ২৮৯ থেকে ২৯২ নম্বর প্লটে স্থাপন করা হবে। এ মেশিনগুলো প্রতিস্থাপন করার পর কোম্পানির বার্ষিক রফতানি আনুমানিক ৩৫০ কোটি টাকা বাড়বে।

এদিকে কোম্পানির বোর্ড জিএ গার্মেন্টস লিমিটেডের শেয়ারে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। চুক্তি অনুসারে এ বিনিয়োগের অর্থ ব্যাংক হিসাবের মাধ্যমে স্থানন্তর করা হবে। এ বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ৫ জুন সকাল সাড়ে ১০টায় ভার্চুয়াল মাধ্যমে বিশেষ সাধারণ সভার (ইজিএম) আহ্বান করেছে কোম্পানিটি।

 

Share
নিউজটি ৩২৭ বার পড়া হয়েছে ।
Tagged