সূচক কমলেও বেড়েছে লেনদেন

স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে

সময়: মঙ্গলবার, আগস্ট ১০, ২০২১ ৬:১৪:১৫ অপরাহ্ণ


টানা ৬ কার্যদিবস ঊর্ধ্বমুখী তার পর আজ মঙ্গলবার (১০ আগস্ট) দেশের শেয়ারবাজারে স্বাভাবিক দর সংশোধন হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই’র) সূচকের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণ। একই সঙ্গে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর এবং বাজারমূলধন। আজ লেনদেনের শুরুতে সূচকের তীর উপরের দিকে থাকলেও তার স্থায়িত্ব বেশিক্ষণ ছিলনা। সকাল সাড়ে ১০টা থেকেই অস্বাভাবিক হারে একটানা সূচকের তীর নিচের দিকে নামতে থাকে। পরবর্তীতে সূচকের অস্বাভাবিক ওঠানামায় লেনদেন হয়। তবে সূচক বৃদ্ধির তুলনায় কমার পরিমাণ বেশি ছিল। যে কারণে দিনশেষে সূচক ও লেনদেন কমে যায়।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১০.৩০ পয়েন্ট কমে ৬ হাজার ৬১৭.৮৩ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসই-৩০ সূচক দশমিক ৮.৫২ পয়েন্ট কমে ২ হাজার ৩৮৪.১০ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই’র শরিয়াহ্ সূচক ৯.৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৪২.৪৬ পয়েন্টে।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৩৭টি, কমেছে ২২৩টি এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির।

আজ ডিএসইতে মোট ৯৪ কোটি ১৭ লাখ ২ হাজার ৬৫৪টি শেয়ার ৩ লাখ ৯২ হাজার ৭৫৯বার হাতবদল হয়, যার বাজারমূল্য ২ হাজার ৮৪০ কোটি ১১ লাখ ৮৬ হাজার ৭৭৭ টাকা ৫০ পয়সা।

এদিন বাজার মূলধন ছিল ৫ লাখ ৪৫ হাজার ৪৪ কোটি ৫০ লাখ ৯৯ হাজার ৯৫৬ টাকা ৮৩ পয়সা।

আজ ডিএসইতে টাকার অংকে সব চেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। এদিন কোম্পানিটির ১৬৭ কোটি ৭ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরপর লেনদেন হওয়া তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ১০৪ কোটি ৪৬ লাখ ৭৯ হাজার টাকার লেনদেন হয়েছে। তালিকার তৃতীয় স্থানে থাকা লাফার্জহোলসিমের লেনদেন হয়েছে ৬৫ কোটি ৩৩ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার। তালিকায় রয়েছে- ওরিয়ন ফার্মা, এপোলো ইস্পাত, ইসলামিক ফাইন্যান্স, মালেক স্পিনিং, লঙ্কাবাংলা ফাইন্যান্স, এমএল ডাইং এবং জিপিএইচ ইস্পাত।

আজ ডিএসইতে সবচেয়ে বেশি সমানভাবে দর বেড়েছে ৩ কোম্পানির। এগুলো হলো- ন্যশনাল হাউজিং, মেঘনা পেট এবং তাল্লু স্পিনিং। এর মধ্যে ন্যাশনাল হাউজিংয়ের শেয়ার দর আগের দিনের তুলনায় ৪ টাকা ৭০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে সর্বশেষ লেনদেন হয়েছে ৫১ টাকা ৭০ পয়সা। মেঘনা পেটের শেয়ার দর আগের দিনের তুলনায় এক টাকা ৮০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ টাকা ৮০ পয়সায়। তাল্লু স্পিনিংয়ের দর আগের দিনের তুলনায় ৯০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ টাকা ৯০ পয়সায়। সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে- উসমানিয়া গ্লাসের ৯.৮৬ শতাংশ, ইসলামিক ফাইন্যান্সের ৯.৭০ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৯.৩০ শতাংশ, আইপিডিসির ৮.৭ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৮.৬৯ শতাংশ, আরএসআরএম স্টিলের ৮.০০ শতাংশ এবং তুংহাই নিটিংয়েরর ৭.৬৯ শতাংশ দর বেড়েছে।

এদিকে, আজ ডিএসই’র সর্বোচ্চ দর কমার ক্ষেত্রে শীর্ষে ছিল ঢাকা ডাইং। আজ ডিএসইতে কোম্পানিটির দর ২ টাকা ৩০ পয়সা বা ৮.৬১ শতাংশ কমে সর্বশেষ ২৪ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়। এদিন ডিএসইতে ২৭ লাখ ৭৮ হাজার ৩৩টি শেয়ার এক হাজার ৪১৬বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৬ কোটি ৯৭ লাখ ১৭ হাজার টাকা। দর কমার তালিকার শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- এমারেল্ড অয়েলের ৬.৮৪ শতাংশ, গোল্ডেন হার্ভেস্টের ৬.৪৬ শতাংশ, বিকন ফার্মার ৫.৮০ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৫.৭০ শতাংশ, সোনালী পেপারের ৫.৫৬ শতাংশ, সালভো কেমিক্যালের ৫.৪৯ শতাংশ, ফাইন ফুডসের ৫.৪৮ শতাংশ এবং নূরানী ডাইংয়ের ৫.৩৫ শতাংশ দর কমেছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএএসপিআই কমেছে ৭ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ১০২ কোটি ৭ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ৩৩০টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩১টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৭৬টির এবং ২৩টির দাম অপরিবর্তিত রয়েছে।
দৈনিক শেয়ারবাজর প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২৬৭ বার পড়া হয়েছে ।
Tagged