হংকংয়ে ২৬ নাবিক নিয়ে বিএসসির জাহাজ কোয়ারেন্টিনে

সময়: শনিবার, জুন ২৬, ২০২১ ১২:৪৭:০২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : হংকং বন্দরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের এক এক নাবিকের মৃত্যু হওয়ায় আরও ২৬ জনসহ বাংলাদেশের পতাকাবাহী বিএসসির জাহাজ এমভি বাংলার জয়যাত্রাকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাদেরকে ২১ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। জাহাজটি গত ১০ জুন চট্টগ্রাম বন্দর ছেড়ে গিয়েছে। বিএসসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, এমভি বাংলার জয়যাত্রা ওইসময় বর্হিনোঙ্গরে পণ্য খালাস করছিল। গত ২১ জুন বন্দরের বর্হিনোঙ্গরে ‘এমভি বাংলার জয়যাত্রা’র সাধারণ নাবিক মোকাররম হোসেন (৫৫) ঘুমন্ত অবস্থায় মারা যান। পরে স্থানীয় কর্তৃপক্ষ তার নমুনা পরীক্ষা করলে তিনি কোভিড আক্রান্ত ছিলেন বলে জানা যায়। এরপর জাহাজটির বাকি নাবিকদের আইসোলেশনে রাখা হয়। কর্তৃপক্ষ পরীক্ষার জন্য তাদের নমুনা নিয়ে গেছে। তবে ফলাফল জানানো হয়নি বলে আরও কেউ করোনায় আক্রান্ত হয়েছেন কি-না তা নিশ্চিত হওয়া যায়নি।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৬৬ বার পড়া হয়েছে ।
Tagged