নিজস্ব প্রতিবেদক: হাক্কানিপুল কোম্পানির পরিচালনা পর্ষদ ২০২৫ সালের ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত সভায় ইন্ডাস্ট্রিয়াল ১০০০ কেজি/ঘণ্টা ইজিবি বয়লার সংগ্রহ ও স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির জানানো মতে, নতুন এই প্রকল্পের আওতায় বিদ্যমান গ্যাস জেনারেটর থেকে নির্গত এক্সহস্ট গ্যাস ব্যবহার করে অতিরিক্ত কোনো খরচ ছাড়াই বাষ্প উৎপাদন করা হবে। এর মাধ্যমে প্রতি মাসে প্রায় ২৪ টন বাষ্প উৎপাদন সম্ভব হবে (২৪ কার্যদিবসের ভিত্তিতে), যা কোম্পানির মাসিক গ্যাস খরচ প্রায় ৪ লাখ ৬০ হাজার ৮০০ টাকা কমিয়ে দেবে।
ফলে বাৎসরিক নিট মুনাফা প্রায় ৫৫ লাখ ৫০ হাজার টাকা বাড়বে বলে কোম্পানি আশা করছে। এ বয়লার সিস্টেম সংগ্রহ ও স্থাপনে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৪০ লাখ টাকা, যা কোম্পানির নিজস্ব তহবিল থেকে বহন করা হবে।


