হোমল্যান্ড লাইফের ৮১ কোটি টাকা বকেয়া কর পরিশোধে এনবিআরএ’র চিঠি

সময়: বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০২৪ ৭:৫০:৫৬ অপরাহ্ণ

বিশেষ প্রতিবেদক: বিভিন্ন বছরের ৮১ কোটি ১০ লাখ টাকা বকেয়া কর পরিশোধ করতে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহৎ করদাতা ইউনিট। ইউনিটের উপ কর কমিশনার মোঃ আইয়ুব আলী

স্বাক্ষরিত ওই চিঠিতে চলতি মাসের ১৭ অক্টোবরের মধ্যে করের এসব অর্থ সরকারি কোষাগারে জমা দিয়ে প্রমাণাদি সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে দাখিল করার জন্য বলা হয়।

২০০৮-০৯ করবর্ষ থেকে ২০২২-২৩ করবর্ষ পর্যন্ত বিভিন্ন করবর্ষে কোম্পানিটির এসব কর বকেয়া রাখা হয়। হোমল্যান্ড লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠানো ওই চিঠির তথ্য অনুযায়ী, কোম্পানিটির ই-টি.আই.এন-১৯৮২৫৩৯২৪৩১৯ এর বিপরীতে সরকারের আয়কর বাবদ মোট পাওনা দাঁড়িয়েছে ৮১ কোটি ১০ লাখ ৪৪ হাজার ৯১০ টাকা। এরমধ্যে ২০২২-২৩ করবর্ষে ৫৮ কোটি ৪১ লাখ, ২০১৯-২০ করবর্ষে ১৪ কোটি ৮৩ লাখ, ২০১৮-১৯ করবর্ষে ১৩ কোটি, ২০১৭-১৮ করবর্ষে ৩২ হাজার, ২০১৫-১৬ করবর্ষে দুই কোটি ২১ লাখ, ২০১৪-১৫ করবর্ষে তিন কোটি ৯০ লাখ, ২০০৯-১০ করবর্ষে ৩৩ লাখ, ২০০৮-০৯ করবর্ষে আট লাখ টাকা করা বকেয়া রয়েছে বলে দাবি করেছে বৃহৎ করদাতা ইউনিট। তবে চূড়ান্ত হিসাবে এই অংকের পরিমাণ হ্রাসবৃদ্ধি হতে পারে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। চিঠিতে বলা হয়, আয়কর আইন, ২০২৩ ’র ২৭৫ ধারা অনুযায়ী অনাদায়ী বকেয়া আয়কর আহরণের ক্ষেত্রে অনধিক বকেয়ার সমপরিমাণ পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। এছাড়া আয়কর আইন, ২০২৩ ’র ২২১ ধারা অনুসারে অনাদায়ী বকেয়া আয়কর উত্তোলন করে সরকারি কোষাগারে জমা প্রদানের বিধান রয়েছে।

Share
নিউজটি ৩৪৪ বার পড়া হয়েছে ।
Tagged