১১ কোম্পানির বোর্ড সভা নির্ধারিত: ইপিএস প্রকাশ আসছে এই সপ্তাহেই

সময়: সোমবার, অক্টোবর ২০, ২০২৫ ১০:০৯:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত মোট ১১টি কোম্পানি তাদের চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন তথা শেয়ারপ্রতি আয় (ইপিএস) প্রকাশের জন্য পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করেছে।

সোমবার (২০ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ঘোষিত বোর্ড সভাগুলোতে কোম্পানিগুলো ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সমাপ্ত তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল অনুমোদন করবে, পাশাপাশি পরিচালনা পর্ষদের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ও আলোচনায় আসবে।

? ২৩ অক্টোবর, ২০২৫ (বৃহস্পতিবার)

ব্র্যাক ব্যাংক লিমিটেড — বিকেল ৩:০০ টায়

জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড — বিকেল ৩:০০ টায়

ঢাকা ব্যাংক লিমিটেড — বিকেল ৩:০০ টায়

সিঙ্গার বাংলাদেশ লিমিটেড — বিকেল ৩:০০ টায়

? ২৬ অক্টোবর, ২০২৫ (রোববার)

গ্রামীণফোন লিমিটেড — সন্ধ্যা ৬:০০ টায়

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড — বিকেল ৩:০০ টায়

? ২৭ অক্টোবর, ২০২৫ (সোমবার)

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড — বিকেল ৩:০০ টায়

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড — দুপুর ২:৩০ টায়

? ২৮ অক্টোবর, ২০২৫ (মঙ্গলবার)

নিটোল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড — বিকেল ৪:০০ টায়

যমুনা ব্যাংক লিমিটেড — বিকেল ৩:৩০ টায়

? ২৯ অক্টোবর, ২০২৫ (বুধবার)
আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড — দুপুর ২:৩০ টায়

? ইপিএস প্রকাশ ঘিরে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে
বাজার বিশ্লেষকদের মতে, অক্টোবরের শেষ সপ্তাহে টানা বোর্ড সভার এই ঘোষণা শেয়ারবাজারে নতুন গতি আনতে পারে। বিনিয়োগকারীরা এখন প্রতিটি কোম্পানির ইপিএস ফলাফলের অপেক্ষায় রয়েছেন, যা ভবিষ্যৎ লভ্যাংশ প্রত্যাশায় বড় ভূমিকা রাখবে।

তাদের মতে, বিশেষ করে ব্র্যাক ব্যাংক, গ্রামীণফোন, আইডিএলসি ফাইন্যান্স ও সিঙ্গার বাংলাদেশ–এর মতো শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর প্রান্তিক ফলাফল বাজারে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।

? ডিএসইর তথ্য অনুযায়ী
ঢাকা স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, সব কোম্পানি তাদের সভায় তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি পরিচালনা পর্ষদের অন্যান্য সিদ্ধান্তও নেবে। সভা শেষে অনুমোদিত ইপিএস প্রতিবেদন ডিএসই ও কোম্পানির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

 

Share
নিউজটি ৭৫ বার পড়া হয়েছে ।
Tagged