১২ প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন প্রকাশ

সময়: সোমবার, জুলাই ৩১, ২০২৩ ২:০১:২০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ১২ প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এই ১২ প্রতিষ্ঠান ৩০ জুন, ২০২৩ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো- মিডল্যান্ড ব্যাংক লিমিটেড, এনসিসি ব্যাংক লিমিটেড, আইএফআইসি ব্যাংক লিমিটেড, ইউনিয়ন ব্যাংক লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, ডেল্টা ব্রাক হাউজিং (ডিবিএইচ) লিমিটেড, ফিনিক্স ইন্স্যুরেন্স লিমিটেড, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড, বিডি ফাইন্যান্স লিমিটেড, এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এবং ব্রাক ব্যাংক লিমিটেড।

মিডল্যান্ড ব্যাংক লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৩) ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ১৫ পয়সা।

অর্থববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৩) ব্যাংকটির ইপিএস হয়েছে ৩৬ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১৫ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য হয়েছে ১২ টাকা ৯১ পয়সা।

এনসিসি ব্যাংক লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৩) ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৭৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৮২ পয়সা।

অর্থববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৩) ব্যাংকটির ইপিএস হয়েছে ১ টাকা ৫০ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৪৯ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য হয়েছে ২৩ টাকা ০১ পয়সা।

আইএফআইসি ব্যাংক লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৩) ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩৩ পয়সা।

অর্থববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৩) ব্যাংকটির ইপিএস হয়েছে ৫৯ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৫১ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য হয়েছে ১৮ টাকা ৬৮ পয়সা।

ইউনিয়ন ব্যাংক লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৩) ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪৪ পয়সা।

অর্থববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৩) ব্যাংকটির ইপিএস হয়েছে ৮৪ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৭৮ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য হয়েছে ১৫ টাকা ৫৬ পয়সা।

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৩) ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৭২ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ১ টাকা ৩৮ পয়সা।

অর্থববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৩) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৩৩ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ১৮ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য হয়েছে ২৩ টাকা ৪৩ পয়সা।

ডেল্টা ব্রাক হাউজিং (ডিবিএইচ) লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ১৫ পয়সা। গত বছর একই সময়ে ১ টাকা ২০ পয়সা আয় হয়েছিল।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জানুয়ারি’২৩-জুন,২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৪৬ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ২ টাকা ৭৬ পয়সা।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৪১ টাকা ১৯ পয়সা।

ফিনিক্স ইন্স্যুরেন্স লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল,২৩-জুন’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩৩ পয়সা। গত বছর একই সময়ে ৫৭ পয়সা আয় হয়েছিল।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জানুয়ারি’২৩-জুন,২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ১ টাকা ৩৯ পয়সা।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৫ টাকা ৮৯ পয়সা।

ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড : দ্বিতীয় প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ১৪ পয়সা। গত বছর একই সময়ে লোকসান (ইপিইউ) হয়েছিল ১২ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ২৬ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ১৪ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে বাজার মুল্যে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১০ টাকা ৪৯ পয়সা।

বিডি ফাইন্যান্স লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল,২৩-জুন’২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ১৪ পয়সা। গত বছর একই সময়ে ৩৮ পয়সা আয় হয়েছিল।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জানুয়ারি’২৩-জুন,২৩) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ২৪ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ৭৮ পয়সা।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য ছিল ১৬ টাকা ৬৫ পয়সা।

এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪৯ পয়সা। গত বছর একই সময়ে ৩২ পয়সা আয় হয়েছিল।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জানুয়ারি’২৩-জুন,২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ৮৯ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ৯৭ পয়সা।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৮ টাকা ৭৮ পয়সা।

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০.০৬ পয়সা। গত বছর একই সময়ে ০.০২ পয়সা আয় হয়েছিল।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জানুয়ারি’২৩-জুন,২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৪ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ১৫ পয়সা।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৬ টাকা ৫৫ পয়সা।

ব্রাক ব্যাংক লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড আয় হয়েছে ১ টাকা ০৩ পয়সা। আগের বছর একই সময়ে ৬৫ পয়সা আয় হয়েছিল।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জানুয়ারি’২৩-জুন,২৩) কোম্পানিটির কনসুলেটেড ইপিএস হয়েছে ১ টাকা ৯৩ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ১ টাকা ৩৭ পয়সা।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৮ টাকা ৯২ পয়সা।

 

 

Share
নিউজটি ১৪১ বার পড়া হয়েছে ।
Tagged