১৮ লাখ ৫ হাজার শেয়ার বিক্রির ঘোষণা

সময়: রবিবার, অক্টোবর ৬, ২০২৪ ১:১৭:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : ১৮ লাখ ৫ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পনির ২জন উদ্যোক্তা। কোম্পানিগুলো হলো- লাফার্জহোলসিম সিমেন্ট এবং সাউথইস্ট ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানি ২টির মধ্যে- লাফার্জহোলসিম সিমেন্টের কর্পোরেট উদ্যোক্তা সিনহা ফ্যাশন লিমিটেড ১১ লাখ ৫ হাজার শেয়ার বর্তমান বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মদ্যে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।

বর্তমানে প্রতিষ্ঠানটির কাছে লাফার্জহোলসিম সিমেন্টের ২ কোটি ৮৯ লাখ ৫০ হাজার শেয়ার রয়েছে।

অপরদিকে, সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তা পরিচালক মিসেস রেহেনার কাশেম ৭ লাখ শেয়ার বর্তমান বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মদ্যে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন।

বর্তমানে তার কাছে সাউথইস্ট ব্যাংকের ৭০ লাখ ২৪ হাজার ২৭টি শেয়ার রয়েছে।

Share
নিউজটি ২৪৪ বার পড়া হয়েছে ।
Tagged