নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করছে না। আগের অর্থবছরের মতো এবারও কোম্পানিটি ‘নো ডিভিডেন্ড’ নীতি অনুসরণ করছে।
কোম্পানি সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে গ্লোবাল হেভি কেমিক্যালসের শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২ টাকা ১৯ পয়সা। যদিও আগের বছর ইপিএসের পরিমাণ ছিল আরও বেশি—প্রতি শেয়ারে লোকসান ৫ টাকা ৭৭ পয়সা।
সমাপ্ত অর্থবছর শেষে কোম্পানির শেয়ার প্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে মাইনাস ১ টাকা ৮৫ পয়সা, যা এর আগের বছরের ২ টাকা ৪২ পয়সার তুলনায় নিম্নমুখীচাপ নির্দেশ করে।
অন্যদিকে, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৪২ টাকা ৮ পয়সায়।
কোম্পানিটি এখনো বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময়সূচি নির্ধারণ করেনি। তবে রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে আগামী ২৯ ডিসেম্বর।


