২৫ হাজার কেজি কম্বল আটক করেছে শুল্ক গোয়েন্দা

সময়: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৬, ২০১৯ ১১:৪৮:১৫ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : মিথ্যা তথ্য দিয়ে আমদানি করায় ২৫ হাজার কেজি কম্বল আটক করেছে শুল্ক গোয়েন্দা। চট্টগ্রাম কাস্টমসের সহায়তায় এ চালান আটক করা হয়। এতে সোয়া কোটি টাকার বেশি শুল্ক ফাঁকি রোধ করা সম্ভব হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ কাস্টমস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দারা সক্রিয় কার্যক্রমে শুল্ককরসহ আনুমানিক ২ কোটি ৫০ লাখ টাকার পণ্য চালান আটক করে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালকে নির্দেশনা মোতাবেক চট্টগ্রামের আঞ্চলিক কার্যালয় গোপন সংবাদের ভিত্তিতে আমদানিকারক দিদার এন্টারপ্রাইজের চালানটির খালাস সাময়িক স্থগিত করে। এর মাধ্যমে আমদানিকৃত চালানটি এ দপ্তর কর্তৃক খালাস সাময়িক স্থগিত করে পুনঃযাচাই করার সিদ্ধান্ত নেয়া হয়। চালানটির খালাসের দায়িত্বে নিয়োজিত সিএন্ডএফ এজেন্ট রাজিব এন্টারপ্রাইজ। কাস্টমস গোয়েন্দার নিকট নিশ্চিত গোয়েন্দা তথ্য থাকায় পণ্য চালানটির কায়িক পরীক্ষা করা হয়। এ দপ্তরের শতভাগ কায়িক পরীক্ষায় ঘোষণা মোতাবেক ১৫ হাজার ৬শ’ কেজি কম্বলের কাপড়ের স্থলে ঘোষণাবহির্ভূত ২৫ হাজার ৪৪৪ কেজি কম্বল পাওয়া যায়। পণ্যচালানটির শুল্কায়নযোগ্য মোট আনুমানিক মূল্য ১ কোটি ৩১ হাজার ৫৯ হাজার টাকা এবং ফাঁকিকৃত শুল্ক করের পরিমাণ ১ কোটি ১৭ লাখ ৫৪ হাজার টাকা। শুল্ককরাদিসহ মোট মূল্য ২ কোটি ৪৯ লাখ ১৩ হাজার টাকা। এ ব্যাপারে একটি প্রতিবেদন গতকাল ন্যায় নির্ণয়নসহ ফাঁকিকৃত রাজস্ব আদায়ের জন্য কাসটম হাউস চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে। কাস্টমস গোয়েন্দার দৃঢ় পদক্ষেপের ফলে সরকারের ১ কোটি ১৭ লাখ ৫৪ হাজার টাকা রাজস্ব সুরক্ষিত হয়েছে। এর বাইরেও কোম্পানিকে জরিমানা ও আইনি ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৯৬ বার পড়া হয়েছে ।
Tagged