২ কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন

সময়: সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২০ ৭:৪৮:১৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। এগুলো হলো- ফু-ওয়াং সিরামিকস এবং সমতা লেদার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায় ফু-ওয়াং সিরামিকস লিমিটেডকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। ৩ ফেব্রুয়ারি, সোমবার থেকে কোম্পানিটি জেড ক্যাটাগরিতে লেনদেন করবে।
কোম্পানিটি ৩০ জুন, ২০১৯ সালের সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ বিতরণ না করায় ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে। ফু-ওয়াং সিরামিক নিদৃষ্ট সময়ে লভ্যাংশ বিতরণ না করায় ঢাকা স্টক এক্সচেঞ্জের আইন লঙ্গঘন হয়েছে।
উল্লেখ্য, বিএসইসির নির্দেশনা অনুযায়ী আজ থেকে কোম্পানিটির শেয়ার কিনতে কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না।
অন্যদিকে, সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। আগামীকাল ৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার থেকে কোম্পানিটি বি ক্যাটাগরিতে লেনদেন করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি ৩০ জুন, ২০১৯ সালের সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়ে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে।
উল্লেখ্য, বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোম্পানিটিকে কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪০৩ বার পড়া হয়েছে ।
Tagged