২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

সময়: বৃহস্পতিবার, অক্টোবর ১৩, ২০২২ ২:০৬:৪৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের ২ কোম্পানি। এগুলো হলো- ইন্ট্রাকো রিফুয়েলিং লিমিটেড এবং তিতাস গ্যাস লিমিটেড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে ইন্ট্রাকো রিফুয়েলিং লিমিটেড।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৩০ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ৮১ পয়সা।

এদিকে, ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে তিতাস গ্যাস লিমিটেড।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০৩ নভেম্বর ২০২২।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ২১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ৩ টাকা ৫০ পয়সা । আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৭৪ টাকা ১৬ পয়সা।

 

 

Share
নিউজটি ৪০৫ বার পড়া হয়েছে ।
Tagged