২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

সময়: সোমবার, জুন ৩০, ২০২৫ ১১:৩৮:৩৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি ২টি হলো- সানলাইফ ইন্স্যুরেন্স এবং ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।

সানলাইফ ইন্স্যুরেন্স : বিমা খাতের কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ০.১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড পাওয়ার জন্য কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩১ জুলাই।

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স : আর্থিক খাতের কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

২০২৪ অর্থবছরে বে-লিজিংয়ের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে মাইনাস ২১ টাকা ৬৭ পয়সা। আর শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৯৫ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড পাওয়ার জন্য কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ জুলাই।

 

Share
নিউজটি ৪৩০ বার পড়া হয়েছে ।
Tagged