২ কোম্পানির ডিভিডেন্ড জমা

সময়: মঙ্গলবার, আগস্ট ৩০, ২০২২ ৩:০১:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির ঘোষিত ক্যাশ ও স্টক ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের ব্যাংক ও বিও অ্যাকাউন্টে জমা করা হয়েছে। কোম্পানিগুলো হলো-গ্লোবাল ইন্সুরেন্স এবং জনতা ইন্সুরেন্স। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, গ্লোবাল ইন্সুরেন্সের ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড বিইএফএনের মাধ্যমে আজ ৩০ আগস্ট সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হয়েছে।

এদিকে, জনতা ইন্সুরেন্সের ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত স্টক ডিভিডেন্ড সিডিবিএলের মাধ্যমে আজ ৩০ আগস্ট সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, আলোচ্য অর্থবছরে কোম্পানিটি ৬ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছে।

 

Share
নিউজটি ৪২৭ বার পড়া হয়েছে ।
Tagged