২ কোম্পানির শেয়ার লেনদেন শুরু

সময়: সোমবার, মার্চ ১৮, ২০২৪ ১২:৪০:০৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: রেকর্ড ডেটের পর আগামীকাল ২ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ২টি হলো- রবি আজিয়েটা এবং জেমিনি সি ফুডস।

জানা যায়, শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক মোবাইল কোম্পানি রবি আজিয়াটা কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।আগের বছর ২০২২ সালে কোম্পানিটি ৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬১ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ৩৫ পয়সা।

আগামী ২৪ এপ্রিল কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

অপরদিকে, রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেমিনি সী ফুড পিএলসি। ২:১ অনুপাতে অর্থাৎ প্রতি ১টি শেয়ারের বিপরীতে ২টি রাইট শেয়া ইস্যু করবে কোম্পানিটি। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানিয়েছে, রাইট শেয়ারের মূল্য নির্ধারণ করছে ৫০ টাকা প্রিমিয়ামস ৬০ টাকা। রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে উত্তেলিত অর্থ দিয়ে কোম্পানিটি ঋণ পরিশোধ, ব্যবসা সম্প্রসারণ এবং ইস্যু ম্যানেজারের ফি পরিশোধ করবে।

রাইট শেয়ার ইস্যুর বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নেওয়ার জন্য আগামী ১৮ মার্চ ১১টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে কোম্পানিটি। এরপর নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের জন্য প্রস্তাব পেশ করা হবে।

 

 

Share
নিউজটি ৩৩ বার পড়া হয়েছে ।
Tagged