নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৭টি প্রতিষ্ঠান চলতি মাসের ২৯ ও ৩০ জুলাই তাদের বোর্ড সভা আহ্বান করেছে। এসব সভায় ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত সময় পর্যন্ত প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সেই সঙ্গে আলোচ্য সময়ে কোম্পানিগুলোর আয়-প্রতি-শেয়ার (EPS) প্রকাশ করা হবে।
বোর্ড সভায় প্রান্তিক হিসাব প্রকাশের সিদ্ধান্ত নেওয়া প্রতিষ্ঠানগুলো হলো:
প্রাইম ইন্স্যুরেন্স, ডাচ্-বাংলা ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, সিকদার ইন্স্যুরেন্স, রেকিট বেনকিজার, গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স, ম্যারিকো, পূবালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, ফাস ফাইন্যান্স, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, বার্জার পেইন্টস, সোনারবাংলা ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স, আইএফআইসি ব্যাংক এবং ইউনিয়ন ক্যাপিটাল।
এই ১৭টি কোম্পানির মধ্যে বার্জার পেইন্টস ও ম্যারিকো প্রথম প্রান্তিকের (এপ্রিল-জুন ২০২৫) আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।
অন্যদিকে, ফাস ফাইন্যান্স জানুয়ারি-মার্চ ২০২৫ সময়কালীন প্রথম প্রান্তিক এবং এপ্রিল-জুন ২০২৫ সময়কালীন দ্বিতীয় প্রান্তিক—দুই প্রান্তিকেরই প্রতিবেদন প্রকাশ করবে।
বাকি প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।
বোর্ড সভার সময়সূচি নিচে দেওয়া হলো:
? ২৯ জুলাই, ২০২৫ (মঙ্গলবার)
সাউথইস্ট ব্যাংক : বিকাল ৩টা
ডাচ্-বাংলা ব্যাংক : বিকাল ৩টা
প্রাইম ইন্স্যুরেন্স : বিকাল ৪টা
ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স : বিকাল ৪টা
বার্জার পেইন্টস : বিকাল ৪টা
ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স : বিকাল ৪টা
রেকিট বেনকিজার : বিকাল ৪টা ৪৫ মিনিট
ম্যারিকো : বিকাল ৫টা
ইউনিয়ন ক্যাপিটাল : বিকাল ৫টা
? ৩০ জুলাই, ২০২৫ (বুধবার)
গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স : বিকাল ২টা ৪৫ মিনিট
সোনারবাংলা ইন্স্যুরেন্স : বিকাল ৩টা
ফাস ফাইন্যান্স : বিকাল ৩টা
সিকদার ইন্স্যুরেন্স : বিকাল ৩টা ৩০ মিনিট
শাহজালাল ইসলামী ব্যাংক : বিকাল ৪টা
সানলাইফ ইন্স্যুরেন্স : বিকাল ৪টা ৩০ মিনিট
আইএফআইসি ব্যাংক : বিকাল ৫টা
পূবালী ব্যাংক : সন্ধ্যা ৬টা


