৩৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার অনুমোদন

সময়: বুধবার, এপ্রিল ৩, ২০২৪ ১:৪৬:২১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত রেনাটা পিএলসির ৩৫০ কোটি টাকা মূল্যের প্রেফারেন্স শেয়ার অনুমোদন দিয়েছে বিএসইসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, রেনাটার ৩৫০ কোটি টাকা মূল্যের প্রেফারেন্স শেয়ার হবে রিডিমেবল, কিউমুলেটিভ, নন-কনভার্টিবল ও নন-পার্টিসিপেটিভ প্রেফারেন্স শেয়ার।

কোম্পানিটি প্রাইভেট অফারের মাধ্যমে এ শেয়ার ইস্যু করবে। এ শেয়ার ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থে কোম্পানি তার বিদ্যমান ঋণের আংশিক পরিশোধ করবে।

এর আগে, গত ২২ অক্টোবর ৩৫০ কোটি টাকা মূল্যের প্রেফারেন্স শেয়ার ইস্যুর তথ্য স্টক একচেঞ্জকে জানায় রেনাটা। একইসাথে ৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর কথাও জানানো হয়।

Share
নিউজটি ২২৬ বার পড়া হয়েছে ।
Tagged