৩ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

সময়: রবিবার, ফেব্রুয়ারি ৬, ২০২২ ১১:২২:০৫ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি। এগুলো হলো- বিডি থাই অ্যালুমিনিয়াম, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং আলিফ ম্যানুফেকচারিং। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিডি থাই অ্যালুমিনিয়াম: দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০১ পয়সা, গত বছর একই সময়ে আয় ছিল ৩৭ পয়সা।

এদিকে, দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) ইপিএস হয়েছে ১৩ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৬২ পয়সা।

আলিফ ইন্ডাস্ট্রিজ: দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩৮ পয়সা, গত বছর একই সময়ে আয় ছিল ৪১ পয়সা।

এদিকে, দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) ইপিএস হয়েছে ৭৫ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৭১ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ২১ টাকা ৪২ পয়সা।

আলিফ ম্যানুফেকচারিং: দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৭ পয়সা, গত বছর একই সময়ে আয় ছিল ১৫ পয়সা।

এদিকে, দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) ইপিএস হয়েছে ৩২ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ২৭ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৪ টাকা ২৬ পয়সা।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২৯৫ বার পড়া হয়েছে ।
Tagged