৩ কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন

সময়: বুধবার, জানুয়ারি ১, ২০২০ ১১:১১:৪৫ পূর্বাহ্ণ


শেয়ারবাজার ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, অ্যাক্টিভ ফাইন ও সিলভা ফার্মাসিটিক্যালস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ শিপিং কর্পোরেশনকে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ায় ’বি’ ক্যাটাগরি থেকে ’এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। সিলভা ফার্মা ৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ায় ’এন’ ক্যাটাগরি থেকে ’এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। অন্যদিকে অ্যাক্টিভ ফাইন ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ায় ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নেমে গেছে। কোম্পানিগুলো আগামীকাল ২ জানুয়ারি থেকে নতুন ক্যাটাগরিতে লেনদেন করবে।
বিএসইসির নির্দেশনা অনুযায়ী আগামীকাল থেকে লেনদেনের প্রথম ৩০ দিন কোম্পানির শেয়ার লেনদেনে কোনো ঋণ দেওয়া যাবে না।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪১৮ বার পড়া হয়েছে ।
Tagged