৩ কোম্পানির ডিভিডেন্ড প্রেরণ

সময়: বৃহস্পতিবার, আগস্ট ১২, ২০২১ ৪:৫৮:২১ অপরাহ্ণ

 নিজস্ব প্রতিবেদক   : সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের বিও এবং ব্যাংক অ্যাকাউন্টে ডিভিডেন্ড প্রেরণ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি । এগুলো হলো- জনতা ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেড এবং সাউথইস্ট ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, জনতা ইন্স্যুরেন্স ও রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেডের ৩১ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত স্টক ডিভিডেন্ডের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে আজ ১২ আগস্ট, সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ৩১ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থ বছরে জনতা ইন্স্যুরেন্স ৬ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছে। একই সময়ে রিপাবলিক ইন্স্যুরেন্স ৭ শতাংশ ক্যাশ ও ৭ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছে।

এদিকে, ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত হিসাব বছরের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে সংশ্লিষ্ঠ বিনিয়োগকারীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছে সাউথইস্ট ব্যাংক লিমিটেড।

দৈনিক শেয়ারবাজর প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪৮৭ বার পড়া হয়েছে ।
Tagged