৩ কোম্পানির শেয়ার লেনদেন শুরু

সময়: সোমবার, জুন ১০, ২০২৪ ১১:৫৪:৪৫ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল ৩ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ৩টি হলো- সাউথইস্ট ব্যাংক, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স এবং ফেডারেল ইন্স্যুরেন্সে।

সাউথইস্ট ব্যাংক পিএলসি : ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর ৬ শতাংশ ক্যাশ এবং ৪ শতাংশ স্টক ডিভিডেন্ড।

সমাপ্ত অর্থবছরে সহযোগী কোম্পানির আয়সহ ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (কনস্যুলেটেড ইপিএস) হয়েছে ১ টাকা ৬৬ পয়সা। আগের অর্থবছরে সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ৩৬ পয়সা (রিস্টেটেড)।

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৪ টাকা ৯২ পয়সা।

আগামী ১২ আগস্ট ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১২ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ০৩ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ১২ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে।

ফেডারেল ইন্স্যুরেন্স : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ০৩ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৯৩ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে আগামী ১৪ আগস্ট বেলা ১১টায়।

 

 

Share
নিউজটি ২১ বার পড়া হয়েছে ।
Tagged