৩ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে আলহাজ্ব টেক্সটাইল

সময়: বৃহস্পতিবার, ডিসেম্বর ১০, ২০২০ ১১:৪৩:৪৭ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : এক সাথে তিন প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আলহাজ্ব টেক্সটাইল। বুধবার (০৮ ডিসেম্বর) কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় আলোচ্য প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
নতুন বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১৯ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৬২ পয়সা।
৩০ সেপ্টেম্বর ২০, সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮ টাকা ২৭ পয়সা।

্এদিকে, এ কোম্পানি চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’১৯-ডিসেম্বর’১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপ্এিস) হয়েছে ০.০১ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান হয়েছিল ২১ পয়সা।
অন্যদিকে দুই প্রান্তিক মিলিয়ে (জুলাই-ডিসেম্বর,১৯) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপ্এিস) হয়েছে ৬৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৩২ পয়সা।
হিসাববছরের দুই প্রান্তিকে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৪৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে মাইনাস ৩ টাকা ০২ পয়সা ছিল।
গত ৩১, ২০১৯ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ৮ টাকা ৭৫ পয়সা।

এছাড়া, এ কোম্পানির (জানুয়ারি-মার্চ,২০) তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১৩ পয়সা। আগের বছর একই সময় (লোকসান) ছিল ১১ পয়সা।
নয় মাসে (জুলাই,১৯-মার্চ,২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ৭৬ পয়সা। আগের বছর একই সময় লোকসান ছিল ৪৩ পয়সা।
৩১ মার্চ,২০২০ সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৮ টাকা ৬১ পয়সা।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪২৫ বার পড়া হয়েছে ।
Tagged