৪৫ কোটি টাকা আত্মসাত মামলায় ফারইস্ট ইসলামী লাইফের ১৪ পরিচালকসহ এমডির বিরুদ্ধে দুদকের মামলা

সময়: সোমবার, আগস্ট ১৮, ২০২৫ ১:০৪:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ১৪ জন পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে ৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত ৩১ জুলাই, দুদকের উপপরিচালক সৈয়দ আতাউল কবির রাজধানীর সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৩ সালের ৩ মার্চ অনুষ্ঠিত কোম্পানির ১৭৫তম পরিচালনা পর্ষদের সভায় রাজধানীর তোপখানা রোডে ৩৩.৫৬ শতাংশ জমি ও একটি ভবন ২২৫ কোটি টাকায় কেনার সিদ্ধান্ত হয়। অভিযোগ অনুযায়ী, সম্পত্তির প্রকৃত মূল্যের তুলনায় অতিরিক্ত মূল্য নির্ধারণ করে অর্থ আত্মসাতের উদ্দেশ্যে লেনদেন সম্পন্ন করা হয়।

অভিযুক্তদের তালিকা
নজরুল ইসলাম – চেয়ারম্যান, ফারইস্ট ইসলামী লাইফ ও প্রাইম পলিমার

মো. হেলাল মিয়া – প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আমানত শাহ গ্রুপ

শাহরিয়ার খালেদ – পরিচালক, পিএফআই প্রোপার্টিজ ও নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্স

নাজনীন হোসেন – পরিচালক, মোশারফ গ্রুপ

ডা. মো. মনোয়ার হোসেন – প্রতিষ্ঠাতা পরিচালক, মেডিনোভা মেডিকেল সার্ভিস

কে এম খালেদ – চেয়ারম্যান, গেটকো টেলিকমিউনিকেশন

এম এ খালেক – উদ্যোক্তা, প্রাইম ব্যাংক ও প্রতিষ্ঠাতা, ম্যাক ফাউন্ডেশন

ড. ইফফাৎ জাহান – চেয়ারম্যান, টারটেক্স ইন্ডাস্ট্রিজ

খন্দকার মোস্তাক মাহমুদ – পরিচালক, ফারইস্ট ইসলামী লাইফ

মো. মিজানুর রহমান – পরিচালক, ফারইস্ট ইসলামী লাইফ

মোজাম্মেল হোসেন – প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মেডিনোভা

রাবেয়া বেগম – শেয়ারহোল্ডার পরিচালক, ফারইস্ট ইসলামী লাইফ

ড. এম মোশাররফ হোসেন – সাবেক চেয়ারম্যান, আইডিআরএ (স্বতন্ত্র পরিচালক)

কাজী ফরিদ উদ্দীন আহমেদ – সাবেক এমডি, পিএফআই সিকিউরিটিজ (স্বতন্ত্র পরিচালক)

মো. হেমায়েত উল্যাহ – সাবেক ব্যবস্থাপনা পরিচালক, ফারইস্ট ইসলামী লাইফ

দুদক জানিয়েছে, প্রাথমিক তদন্তে প্রমাণ মিলেছে যে অভিযুক্তরা যৌথভাবে সম্পত্তির অতিমূল্যায়নের মাধ্যমে কোম্পানির তহবিল থেকে বিপুল অর্থ আত্মসাৎ করেছেন।

Share
নিউজটি ১৬৬ বার পড়া হয়েছে ।
Tagged