৪ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

সময়: সোমবার, অক্টোবর ২৩, ২০২৩ ১১:৩৪:৩০ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানি ৪টি হলো- ইসলামিক ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড, ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

ইসলামিক ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড : গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

আলোচিত সময়ের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২ টাকা ১৬ পয়সা। গত বছরের একই সময়ে ছিলো ৫৫ পয়সা।

অপরদিকে, ৯ মাসে (জুনুয়ারি,২২-সেপ্টেম্বর,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইিিপএস) হয়েছে ২ টাকা ১৪ পয়সা। যা গত বছরের একই সময়ে আয় ছিল ৭ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১১ টাকা ৯২ পয়সা।

ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : গত ৩০ জুন, ২০২৩ সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

তৃতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭৭ পয়সা।
আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৫৭ পয়সা।

তিন প্রান্তিক মিলিয়ে বা ৯ মাসে (জানুয়ারি’ ২৩-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৭৭ পয়সা।
আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৯৬ পয়সা।
গত ৩০ জুন, ২০২২ তারিখে শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৬ টাকা ৬৬ পয়সা।

অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : গত ৩০ জুন, ২০২৩ সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

তৃতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (কনস্যুলেটেড ইপিএস) হয়েছে ৪৫ পয়সা।

আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ৪১ পয়সা।

তিন প্রান্তিক মিলিয়ে বা ৯ মাসে (জানুয়ারি’ ২৩-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ২৬ পয়সা।

আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ০৮ পয়সা।

গত ৩০ জুন, ২০২২ তারিখে শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ৩২ পয়সা।

ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : ৩০ সেপ্টেম্বর, ২০২৩ সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আলোচিত সময়ের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫২ পয়সা।

আগের বছরের একই সময়ে যা ছিল ৭১ পয়সা।

অর্থবছরের ৯ মাসে (জুনুয়ারি-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৩১ পয়সা।

যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২ টাকা ০১ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৩ শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ২৫ টাকা ২৫ পয়সা।

 

 

Share
নিউজটি ৬৬ বার পড়া হয়েছে ।
Tagged