২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

৪ কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ

সময়: সোমবার, নভেম্বর ৪, ২০২৪ ১২:৪৩:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানি ৪টি হলো : মেঘনা পেট্রোলিয়াম, মালেক স্পিনিং, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড ডিভাইসেস এবং রহিমা ফুড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে মেঘনা পেট্রোলিয়ামের ১১ নভেম্বর, সন্ধ্যা সাড়ে ৬টায়, মালেক স্পিনিংয়ের ৭ নভেম্বর বিকাল পৌনে ৪টায়, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড ডিভাইসেসের ১২ নভেম্বর বিকাল আড়াইটায় এবং রহিমা ফুডের বোর্ড সভা ১১ নভেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

কোম্পানিগুলোর মধ্যে মেঘনা পেট্রোলিয়ামের বোর্ড সভায় ৩০ জুন ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে। আর মালেক স্পিনিং, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড ডিভাইসেস এবং রহিমা ফুডের বোর্ড সভায় অনিরীক্ষিত প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ইপিএস প্রকাশ করা হবে।

Share
নিউজটি ২৪৮ বার পড়া হয়েছে ।
Tagged