নিজস্ব প্রতিবেদক:শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি— এপেক্স ট্যানারি, খান ব্রাদার্স পিপি ওয়েভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, বিডি ল্যাম্পস লিমিটেড এবং লঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেড— বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। সভাগুলোতে কোম্পানিগুলোর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
ডিএসই সূত্রে জানা গেছে, এপেক্স ট্যানারি এবং খান ব্রাদার্স পিপি ওয়েভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ তাদের ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে। অন্যদিকে লঙ্কাবাংলা ফাইন্যান্স তার ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে।
বোর্ড সভার সময়সূচি অনুযায়ী—
এপেক্স ট্যানারি লিমিটেডের বোর্ড সভা অনুষ্ঠিত হবে আগামী ১৪ অক্টোবর বিকাল ৪টায়,
লঙ্কাবাংলা ফাইন্যান্সের বোর্ড সভা ১৪ অক্টোবর বিকাল ৩টায়,
এবং খান ব্রাদার্স পিপি ওয়েভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের সভা অনুষ্ঠিত হবে ২১ অক্টোবর বিকাল ৩টায়।
🔹 আগের বছরের ডিভিডেন্ড রেকর্ড
গত ২০২৪ অর্থবছরে এপেক্স ট্যানারি শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড,
খান ব্রাদার্স দিয়েছে ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড,
আর লঙ্কাবাংলা ফাইন্যান্স দিয়েছে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড।
🔹 আর্থিক পারফরম্যান্স বিশ্লেষণ
২০২৫ সালের প্রথম নয় মাস বা তিন প্রান্তিকের (জুলাই ২০২৪–মার্চ ২০২৫) আর্থিক প্রতিবেদনে,
এপেক্স ট্যানারির শেয়ারপ্রতি লোকসান (LPS) হয়েছে ১২ টাকা ৪৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ৪৭ পয়সা।
অন্যদিকে, খান ব্রাদার্স পিপি ওয়েভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ একই সময়ে শেয়ারপ্রতি আয় (EPS) করেছে ১৫ পয়সা, যেখানে আগের বছর একই সময়ে কোম্পানিটি ৫ পয়সা লোকসানে ছিল।
এদিকে, লঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থবছরের প্রথম নয় মাসে (জানুয়ারি–সেপ্টেম্বর ২০২৪) ইপিএস দাঁড়িয়েছে ৬৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩৯ পয়সা।
🔸 বিশ্লেষকদের মতে, চলতি অর্থবছরে তিন কোম্পানির আর্থিক পারফরম্যান্সের ভিন্নতা ডিভিডেন্ড ঘোষণার মাত্রাকে প্রভাবিত করতে পারে।
এদিকে, শেয়ারবাজারে তালিকাভুক্ত লঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেড এবং বিডি ল্যাম্পস লিমিটেড বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। সভাগুলোতে কোম্পানিগুলোর ত্রৈমাসিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন (EPS) প্রকাশ করা হবে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।
সভা সময়সূচি অনুযায়ী, বিডি ল্যাম্পসের বোর্ড সভা অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর বিকাল ৩টায়, আর লঙ্কাবাংলা ফাইন্যান্সের বোর্ড সভাও ১৪ অক্টোবর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
🔹 কোন সময়ের ইপিএস প্রকাশ হবে
লঙ্কাবাংলা ফাইন্যান্স প্রকাশ করবে জানুয়ারি–মার্চ ২০২৫ পর্যন্ত প্রথম প্রান্তিক, এপ্রিল–জুন ২০২৫ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিক, এবং জুলাই–সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন।
অপরদিকে বিডি ল্যাম্পস প্রকাশ করবে জুলাই–সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন।
বিশ্লেষকদের ধারণা, সাম্প্রতিক সময়ে আর্থিক খাতে কিছুটা উন্নতি হওয়ায় লঙ্কাবাংলা ফাইন্যান্সের ইপিএস পূর্ববর্তী সময়ের তুলনায় বাড়তে পারে, আর বিডি ল্যাম্পসের আয়ও স্থিতিশীল পর্যায়ে রয়েছে।