৪ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত

সময়: শনিবার, মে ২৪, ২০২৫ ৪:৫৯:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল স্থগিত থাকবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির শেয়ার লেনদেন। কোম্পানিগুলো হলো- সেন্ট্রাল ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স এবং ব্র্যাক ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এক্সপ্রেস ইন্স্যুরেন্স: কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ইপিএস হয়েছে ১ টাকা ২৩ পয়সা এবং এনএভিপিএস ১৯ টাকা ২৯ পয়সা। এজিএম অনুষ্ঠিত হবে আগামী ১ জুলাই, রেকর্ড ডেট ২৫ মে।

রিপাবলিক ইন্স্যুরেন্স : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ৬ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টকসহ মোট ১১ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ৩১ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৩১ পয়সা।

আগামী ২৫ জুন ডিজিটাল পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

সেন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি: ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আলোচিত বছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৮৫ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৯৮ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫০ টাকা ১৭ পয়সা।

কোম্পানিটি আগামী ২৫ জুন, ২০২৫ তারিখে ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করবে।

ব্র্যাক ব্যাংক পিএলসি: ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১২.৫০ শতাংশ ক্যাশ এবং ১২.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড।

২০২৪ সালে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৬ টাকা ৯৫ পয়সা, যা আগের বছর ছিল ৪ টাকা ৩০ পয়সা।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৪ টাকা ১১ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ জুন, ২০২৫ তারিখে সকাল ১১টায় ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

 

Share
নিউজটি ২১৩ বার পড়া হয়েছে ।
Tagged