৪ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন শুরু

সময়: সোমবার, জুন ৫, ২০২৩ ১২:৪০:১৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : রেকর্ড ডেটের পর আগামীকাল ৪ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ৪টি হলো- সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড লিমিটেড, এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

স্ট্যান্ডার্ড ব্যাংক: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ২.৫০ শতাংশ ক্যাশ এবং ২.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ০৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ৭৩ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬ টাকা ৬৭ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২৬ জুন ২০২৩।

সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড: ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা।

আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল এক টাকা ৬৯ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২০ টাকা ২০পয়সা।

আগামী ১০ জুলাই ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এমবিএল ফাস্ট মিউচ্যুয়াল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড : সংশ্লিষ্ট ইউনিটধারীদের জন্য ৪.২৫ শতাংশ ডিভিডেন্ড করেছে। অর্থাৎ ইউনিট প্রতি ফান্ডটির ইউনিটধারীরা ডিভিডেন্ড পাবেন ৪২ পয়সা।

ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, সর্বশেষ ৩১ মার্চ ২০২৩ সমাপ্ত অর্থবছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৪২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিইউ ছিল ১ টাকা।

এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড : ফান্ডটি সংশ্লিষ্ট ইউনিটধারীদের জন্য ০.৬০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ ইউনিট প্রতি ফান্ডটির ইউনিটধারীরা ডিভিডেন্ড পাবেন ৬ পয়সা।

ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, সর্বশেষ ৩১ মার্চ ২০২৩ সমাপ্ত অর্থবছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিইউ ছিল ১ টাকা।

 

Share
নিউজটি ১০৪ বার পড়া হয়েছে ।
Tagged