৪ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

সময়: বুধবার, অক্টোবর ১৬, ২০২৪ ১২:১৬:৪৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : ৪ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা মো. মিজানুর রহমান চৌধুরী। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মো. মিজানুর রহমান চৌধুরীর কাছে কোম্পানির ৬৫ লাখ ৮৯ হাজার ৯৯৯টি শেয়ার আছে। এখান থেকে এই উদ্যোক্তা ৪ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

ঘোষণাকৃত শেয়ার আগামী ৩১ অক্টোবরের মধ্যে বিক্রি সম্পন্ন করবেন এই উদ্যোক্তা
স্পট মার্কেটে লেনদেন করবে রেনেটা

নিজস্ব প্রতিবেদক: রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ২০ অক্টোবর স্পট মার্কেটে লেনদেন করবে শেয়ারবাজারের তালিকাভুক্ত রেনেটা পিএলসি। রেকর্ড ডেটের কারণে ২১ অক্টোবর কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থববছরে বিনিয়োগকারীদের জন্য ৯২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩১ টাকা ৫৩ পয়সা। আগের অর্থবছরে ইপিএস হয়েছিল ২০ টাকা ৪০ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ০৫ ডিসেম্বর।

 

Share
নিউজটি ২৬৮ বার পড়া হয়েছে ।
Tagged