নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ব্যাসেল-৩ অনুযায়ী টায়ার-২ মূলধন শক্তিশালী করতে ৫০০ কোটি টাকার মুদারাবা সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ব্যাংকের পরিচালনা পর্ষদ ‘স্ট্যান্ডার্ড ব্যাংক ৫ম মুদারাবা সাবঅর্ডিনেটেড বন্ড’ ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে। এই বন্ড ইস্যু বাংলাদেশ ব্যাংক ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।
উল্লেখ্য, বন্ডটি হবে ৭ বছর মেয়াদি, যার বৈশিষ্ট্য হলো—
আনসিকিউরড (কোনো জামানত ছাড়া),
নন-কনভার্টেবল (শেয়ারে রূপান্তরযোগ্য নয়),
ফুলি রিডিমঅ্যাবল (পরিপক্বতায় পুরো টাকা ফেরতযোগ্য),
এবং ফ্লোটিং রেট ভিত্তিক।
এই বন্ড ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যাংকের টায়ার-২ মূলধন ঘাটতি পূরণে ব্যবহার করা হবে, যা ব্যাংকের সামগ্রিক আর্থিক ভিত্তি ও ঝুঁকি ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে ধারণা করছে সংশ্লিষ্ট মহল।


