দুই ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

৫ মিউচ্যুয়াল ফান্ডের প্রথম প্রান্তিক প্রকাশ

সময়: মঙ্গলবার, নভেম্বর ১, ২০২২ ৪:৪৯:১১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ মিউচ্যুয়াল ফান্ডের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

ফান্ড ৫টি হলো: ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড: ফান্ডটি প্রথম প্রান্তিকে ০৩২০ পয়সা আয় করেছে। আগের প্রান্তিকে ফান্ডটি ০.০৩২৮ পয়সা আয় করেছিল। বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির এনএভি হয়েছে ১০ টাকা ২৪ পয়সা।

গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ড: ফান্ডটি প্রথম প্রান্তিকে ০০৬২ পয়সা আয় করেছে। আগের প্রান্তিকে ফান্ডটি ০.০৫০৮ পয়সা আয় করেছিল। বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির এনএভি হয়েছে ১০ টাকা ০৩ পয়সা।

এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল: ফান্ডটি প্রথম প্রান্তিকে ০.০৮৪৪ পয়সা আয় করেছে। আগের প্রান্তিকে ফান্ডটি ০.২৭৮৫ পয়সা আয় করেছিল। বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির এনএভি হয়েছে ১১ টাকা ৩৩ পয়সা।

এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড: ফান্ডটি প্রথম প্রান্তিকে ০.০৮০৩ পয়সা আয় করেছে। আগের প্রান্তিকে ফান্ডটি ০.৪৯০ পয়সা আয় করেছিল। বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির এনএভি হয়েছে ১০ টাকা ৫১ পয়সা।

এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড: ফান্ডটি প্রথম প্রান্তিকে ০.০৪৫১ পয়সা আয় করেছে। আগের প্রান্তিকে ফান্ডটি ০.০১৭৪ পয়সা আয় করেছিল। বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির এনএভি হয়েছে ১০ টাকা ১৩ পয়সা।

 

Share
নিউজটি ২২২ বার পড়া হয়েছে ।
Tagged