৬ কোম্পানির এজিএম আগামীকাল

সময়: রবিবার, ডিসেম্বর ২২, ২০১৯ ৭:৫৮:৫৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানি বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হলো-এসি আই ফর্মোলেশন লিমিটেড, আফতাব অটোমোবাইলস লিমিটেড, নাভানা সিএনজি লিমিটেড, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এসিআই লিমিটেড এবং তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড । ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এসি আই ফর্মোলেশনের এজিএম সকাল ৯টায় অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ২০১৮ সমাপ্ত হিসাববছরে ৩৫ শতাংশ ক্যাশ ডিডিডেন্ড ঘোষণা করেছিল।
আফতাব অটোমোবাইলসের এজিএম সকাল সাড়ে ৯টায় ঢাকা ক্যান্টনমেন্টের সেনামালঞ্চে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ২০১৮ সমাপ্ত হিসাববছরে ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
নাভানা সিএনজির এজিএম বেলা ১১টায় ঢাকা ক্যান্টনমেন্টের সেনামালঞ্চে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ২০১৮ সমাপ্ত হিসাববছরে ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
ফু-ওয়াং সিরামিকের এজিএম সকাল ৯টায় স্পেক্টা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ২০১৮ সমাপ্ত হিসাববছরে ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
এসিআই লিমিটেডের এজিএম বেলা ১১টায় অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা ঘোষণা করেছে। ২০১৮ সমাপ্ত হিসাববছরে ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
তসরিফা ইন্ডাস্ট্রিজের এজিএম সকাল সাড়ে ৯টায় বরিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ২০১৮ সমাপ্ত হিসাববছরে ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৪৩৬ বার পড়া হয়েছে ।
Tagged