নিজস্ব প্রতিবেদক: রুপালী ব্যাংক লিমিটেডের শেয়ার দামে অস্বাভাবিক উত্থান লক্ষ্য করা যাচ্ছে বলে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানিটির শেয়ারদর অপ্রত্যাশিতভাবে বেড়ে যাওয়ায় ডিএসই এ সতর্কতা প্রকাশ করেছে।
ডিএসই জানায়, সম্প্রতি রুপালী ব্যাংকের শেয়ার দরের উল্লম্ফনের কারণ জানতে কোম্পানির কাছে ব্যাখ্যা চাওয়া হয়। জবাবে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, শেয়ারের এই ঊর্ধ্বমুখী প্রবণতার পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই। অর্থাৎ, কোম্পানির মৌলিক কোনো পরিবর্তন ছাড়াই দর বাড়ছে।
তথ্য অনুযায়ী, ২৫ জুন রুপালী ব্যাংকের শেয়ার দর ছিল ১৬ টাকা ৯ পয়সা, যা ৭ জুলাই লেনদেন শেষে বেড়ে দাঁড়ায় ২৩ টাকা ১ পয়সায়। মাত্র ছয় কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৬ টাকা ২ পয়সা, যা শতাংশের হিসেবে প্রায় ৩৭ শতাংশের বেশি।
ডিএসই বলছে, এ ধরনের অস্বাভাবিক দরবৃদ্ধি বিনিয়োগ ঝুঁকি বাড়াতে পারে। তাই রুপালী ব্যাংকের শেয়ারে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের যথাযথ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হচ্ছে।


