৭ কোম্পানির স্টক ডিভিডেন্ড জমা

সময়: মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২০ ১:০৯:১০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানি ও ওটিসি মার্কেটের ১ কোম্পানির সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারী ওনার্স (বিও) অ্যাকাউন্টে জমা হয়েছে । এগুলো হলো: জিপিএইচ ইস্পাত, ড্রাগন সোয়েটার, বঙ্গজ, স্ট্যাইল ক্রাফট, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, রহিম টেক্সটাইল লিমিটেড এবং ওটিসি মার্কেটের তমিজ উদ্দিন টেক্সটাইল। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির ঘোষিত বোনাস শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে শেয়ারহোল্ডারদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে।
উল্লেখ্য, ৩০ জুন,২০১৯ সমাপ্ত হিসাব বছরে রহিম টেক্সটাইল ৩০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর মধ্যে ১০ শতাংশ স্টক। স্ট্যাইল ক্রাফট ১৫০ শতাংশ স্টক। জিপিএইচ ইস্পাত ১০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। যার ৫ শতাংশ স্টক। ড্রাগন সোয়েটার ১০ শতাংশ স্টক। বঙ্গজ ১০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর ৫ শতাংশ স্টক। ইন্ট্রাকো রি-ফুয়েলিং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিলো।
এছাড়া ওটিসি মার্কেটের তমিজ উদ্দিন টেক্সটাইল ৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব বছরে ২৭ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিলো।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৪৫ বার পড়া হয়েছে ।
Tagged