শেয়ারবাজারে আবারও চীনের বিনিয়োগ আগ্রহ

বিনিয়োগকারীদের স্বস্তির সঙ্গে আস্থা বৃদ্ধি করবে

সময়: বৃহস্পতিবার, জুলাই ১১, ২০২৪ ১২:০৩:১১ অপরাহ্ণ

শেয়ারবাজারে আবারও বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে চীন। ইতিমধ্যে বাংলাদেশের শেয়ারবাজারের ডিজিটাল রূপান্তরের প্রক্রিয়ায় ২০ মিলিয়ন ডলার বিনিয়োগের একটি সমঝোতা স্মারক সই হয়েছে। অর্থাৎ চীনের এবারের বিনিয়োগের মাধ্যমে পুঁজিবাজার আরও ডিজিটালাইজড হবে। এর আগে কৌশলগত বিনিয়োগকারী হিসেবে ডিএসই’র ২৫% শেয়ার কিনে শেয়ারবাজারে সরাসরি প্রবেশ করে চীন।

চীনের হস্তক্ষেপে দেশের পুঁজিবাজারে নতুন মাত্রা যোগ হয়। এতে আন্তর্জাতিক অঙ্গনে দেশের পুঁজিবাজার ভালো একটি অবস্থান তৈরি করে। সেই ধারাবাহিকতায় আবারও দেশের শেয়ারবাজারকে আধুনিকায়ন করতে চীন এগিয়ে এসেছে। এতে বিনিয়োগকারীদের স্বস্তির সঙ্গে আস্থা বৃদ্ধি পাবে। তবে দেশের শেয়ারবাজার নিয়ে যারা নীতি নির্ধারণী মহল কাজ করছেন তাদের কাজ আটকে রাখার স্বভাব পরিত্যাগ করতে হবে।

বিভিন্ন সময়ে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হলেও কালক্ষেপনের কারণে অনেক সময় ভালো কাজও সঠিক সময়ে বাস্তবায়ন করা সম্ভব হয়ে উঠে না। যে কাজ নিজে পারা যায় না সে কাজ অবশ্যই যে পারে তাকে দিয়ে করাতে হবে। স্টার্টআপ ও এসএমই কোম্পানির জন্য যে প্লাটফর্ম তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে তার বাস্তবায়ন করা হলে দেশের শেয়ারবাজার অনেক দূর এগিয়ে যাবে।

প্রয়োজন শুধুমাত্র সদিচ্ছা ও যোগ্য লোকের হাতে কাজ হস্তান্তর। আন্তর্জাতিক মানের ডিজিটালাইজড পুঁজিবাজার গড়ে তুলতে হলে অবশ্যই চীনা কোম্পানিকে কাজ করার পরিবেশ তৈরি করে দিতে হবে। এছাড়া স্বচ্ছ ও জবাবদিহিমূলক শেয়ারবাজার প্রতিষ্ঠা করতে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে সামগ্রিক বিনিয়োগকারীদের প্রাধান্য দেওয়া কোন বিকল্প নেই।

Share
নিউজটি ২১০ বার পড়া হয়েছে ।
Tagged