চলতি সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। কোম্পানি পাঁচটি হলো-জনতা ইন্স্যুরেন্স, এনসিসি ব্যাংক, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ওয়ান ব্যাংক ও পিপলস ইন্স্যুরেন্স।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জনতা ইন্স্যুরেন্স: বীমা খাতের ‘বি’ ক্যাটাগরির জনতা ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ জুলাই মঙ্গলবার ঢাকার খিলক্ষেতে অবস্থিত ৭৯/এ হোটেল লা-মেরিডিয়ানের ঢাকা সাউথ স্কাই বল রুমে বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৮ আর্থিক বছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ২০১৭ আর্থিক বছওে ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।
এনসিসি ব্যাংক : ব্যাংক খাতের ‘এ’ ক্যাটাগরির এনসিসি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ জুলাই মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত সেনা মালঞ্চে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৮ আর্থিক বছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ২০১৭ আর্থিক বছরে ১৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
ইস্টার্ন ইন্স্যুরেন্স: বীমা খাতের ‘এ’ ক্যাটাগরির ইস্টার্ন ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ জুলাই মঙ্গলবার বেলা ১১ টায় হাউজ-১৯, রোড-৭, ঢাকার গুলশানে অবস্থিত স্পেক্ট্রা কনভেনশন স্টেন্টারে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৮ আর্থিক বছরে বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ২০১৭ আর্থিক বছরে কোম্পাানিটি ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
ওয়ান ব্যাংক: ব্যাংক খাতের ‘এ’ ক্যাটাগরির ওয়ান ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১আগস্ট বৃহস্পতিবার বেলা ১১ টায় ঢাকার ইস্কাটন গার্ডেন রোডে অবস্থিত পুলিশ কনভেনশন হল রুমে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৮ আর্থিক বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ২০১৭ আর্থিক বছরে কোম্পাানিটি ৫ শতাংশ বোনাস ও ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
পিপলস ইন্স্যুরেন্স: বীমা খাতের ‘এ’ ক্যাটাগরির পিপলস ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১আগস্ট বৃহস্পতিবার বেলা ১১.৩০ মিনিটে হাউজ-১৯, রোড-৭, ঢাকার গুলশানে অবস্থিত স্পেক্ট্রা কনভেনশন স্টেন্টারে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৮ আর্থিক বছরে বিনিয়োগকারীদের জন্য ৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০১৭ আর্থিক বছরে কোম্পাানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী