সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে একশো কোটি টাকার লেনদেন

সময়: শনিবার, জুলাই ২৭, ২০১৯ ৭:৫৭:২৯ পূর্বাহ্ণ


ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহে ৩০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে।
এসব কোম্পানির ২ কোটি ৫৮ লাখ ৬৪ হাজার ৮০২টি শেয়ার হাত বদল হয়েছে। টাকার অঙ্কে মোট বাজার মূল্য ছিল ১০১ কোটি ৫ লাখ ৩০ হাজার টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের সপ্তাহে ৩৬ কোম্পানির ২ কোটি ৫৮ লাখ ৬৪ হাজার ৮০২৫টি শেয়ার হাত বদল হয়েছিল। টাকার অঙ্কে মোট মুল্য ছিল ৪১ কোটি ৭৭ লাখ ৪৯ হাজার টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ব্লক মার্কেটে ৫৯ কোটি ২৭ লাখ ৪১ হাজার টাকার লেনদেন বেড়েছে।

সপ্তাহের ১ম কার্যাদিবসে ১ লাখ ৭৩ হাজার ৮৫০ টি শেয়ার ১১ বার হাত বদল হয়েছে। যার মোট মূল্য ছিল ১ কোটি ৯৫ লাখ ৪ হাজার টাকা।
২য় কার্যদিবসে ১ কোটি ১৬ লাখ ৯৪ হাজার ৩৭ টি শেয়ার ১১ বার হাত বদল হয়েছে। যার মোট মূল্য ছিল ৭২ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার টাকা।
৩য় কার্যদিবসে ২০ লাখ ৮৩ হাজার ৫০৫ টি শেয়ার ১৮ বার হাত বদল হয়েছে। যার মোট মূল্য ছিল ১১ কোটি ২৯ লাখ ৩৯ হাজার টাকা।
৪র্থ কার্যদিবেস ৩ লাখ ২ হাজার ৫৩০ টি শেয়ার ১১ বার হাত বদল হয়েছে। যার মোট মূল্য ছিল ১ কোটি ৯৬ লাখ ৬২ হাজার টাকা।
৫ম কার্যদিবসে ৪২ লাখ ৫৭ হাজার ৮২৪ টি শেয়ার ১৮ বার হাত বদল হয়েছে। যার মোট মূল্য ছিল ১৩ কোটি ২৩ লাখ ৯২ হাজার টাকা।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৯ বারে ৭৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্রাক ব্যাংকের।
দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে ছিল স্কয়ার ফার্মা। এ কোম্পানির ৩ বারে ৬ কোটি ৮৯ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় সর্বোচ্চ অবস্থানে ছিল আইডিএলসি ফাইন্যান্স। কোম্পানিটি ২ বারে ২ কোটি ৯৯ লাখ ৪০ হাজার টাকার লেনদেন করেছে। ফরচুন সুজ রয়েছে লেনদেনের চতুর্থ স্থানে। কোম্পানিটি ৩ বারে ২ কোটি ৬৪ লাখ ৫০ হাজা টাকার লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হলো- পিপলস ইন্স্যুরেন্সে, নূরানী ডায়িং, এসকে ট্রিমস, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ , সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ , বঙ্গজ লিমিটেড, বারাকা পাওয়ার লিমিটেড, ইস্টার্ন হাউজিং , নিটল ইন্স্যুরেন্স, সোনারগাঁও টেক্সটাইলস, প্রাইম ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, ম্যারিকো বাংলাদেশ, গ্রামীণফোন, ইবনে সিনা ফার্মা, আইএফআইসি ব্যাংক, সায়হাম কটন, ইউনাইটেড পাওয়ার ফু ওয়াং ফুড, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড, মুন্নু জুট স্টাফলার্স ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৩৮২ বার পড়া হয়েছে ।
Tagged