সময়: সোমবার, আগস্ট ৫, ২০১৯ ১:৩৫:১৯ অপরাহ্ণ


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের প্রথম দিনেই ৩৫৫ শতাংশ দর বেড়েছে প্রকৌশল খাতের কপারটেক ইন্ডাস্টিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ৩০ টাকা দরে এ শেয়ারের লেনদেন শুরু হয়। প্রতিটি শেয়ার সর্বশেষ ৪৫ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়। সে হিসেবে এ শেয়ার দর বেড়েছে ৩৫ টাকা ৫০ পয়সা বা ৩৫৫ শতাংশ। দিনভর এ শেয়ার দর ৩০ টাকা থেকে ৪৫ টাকা ৫০ পয়সায় ওঠানামা করে। দিনশেষে এ কোম্পানির ৭৬ লাখ ২৩ হাজার ৭০৭টি শেয়ার মোট ১৩ হাজার ৭৮৮ বার হাত বদল হয়। টাকার অঙ্কে মোট মূল্য ছিল ৩১ কোটি ৭ লাখ ৫১ হাজার টাকা।
কোম্পানিটি ২ কোটি সাধারণ শেয়ার ছেড়ে বাজার থেকে ২০ কোটি টাকা উত্তোলন করেছে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ধরা হয়েছে ১০ টাকা।
এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে মুনাফা হয়েছে ৩ কোটি ৪৮ লাখ ৭০ হাজার টাকা বা ইপিএস ০.৮৭ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একইসময়ে হয়েছিল ৩ কোটি ২৪ লাখ ৭০ হাজার টাকা বা ইপিএস ১.৬২ টাকা। এ হিসাবে মুনাফা ৭ শতাংশ বেড়েছে এবং ইপিএস কমেছে ৪৬ শতাংশ।
এদিকে ৩য় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ১৯) কপারটেকের মুনাফা হয়েছে ১ কোটি ১৭ লাখ ৪০ হাজার টাকা বা ইপিএস ০.২৯ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একইসময়ে হয়েছিল ৮১ লাখ ১০ হাজার টাকা বা ইপিএস ০.৪১ টাকা। এ হিসাবে মুনাফা বেড়েছে ৪৫ শতাংশ এবং ইপিএস কমেছে ২৯ শতাংশ।
উল্লেখ্য, কপারটেক ইন্ডাস্ট্রিজের চলতি বছরের ৩১ মার্চ শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাড়িঁয়েছে ১২.৮৭ টাকা। তবে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) ইস্যুকৃত ২ কোটি শেয়ার বিবেচনায় কমে দাড়াঁয় ১১.৯১ টাকায়।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৩৮৪ বার পড়া হয়েছে ।
Tagged