রেকর্ড ডেটের পর পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন আগামীকাল থেকে পুনরায় শুরু হচ্ছে। ফান্ডগুলো হলো: এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, গ্রীণ ডেলটা মিউচ্যুয়াল ফান্ড ও সাউথইস্ট ব্যাংক ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত ২৬ ও ২৭ আগস্ট এ দুই দিন ফান্ডগুলো স্পট ও ব্লক মার্কেটে লেনদেন করেছে। আজ বিনিয়োগকারী নির্বাচনে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছিল। রেকর্ড ডেটের পর আগামীকাল থেকে পুনরায় এ ফান্ডগুলোর লেনদেন শুরু হয়েছে।
প্রসঙ্গত, ৩০ জুন ২০১৯ সমাপ্ত আর্থিক বছরে এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ১৩ শতাংশ নগদ লভ্যাংশ, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৮ শতাংশ নগদ লভ্যাংশ, গ্রীণ ডেলটা মিউচ্যুয়াল ফান্ড ৮ শতাংশ নগদ লভ্যাংশ ও সাউথইস্ট ব্যাংক ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী