ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ টপটেন গেইনার তালিকার শীর্ষে ওঠে আসে সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, আজ এ শেয়ারের দর ৯ দশমিক ৮২ শতাংশ বা ২ টাকা ৭০ পয়সা দর বেড়ে প্রতিটি শেয়ার সর্বশেষ ৩০ টাকা ২০ পয়সায় লেনদেন হয়। এদিন ১ হাজার ৩৩৯ বারে ৯ লাখ ৩৫ হাজার ১৩৫টি শেয়ার লেনদেন হয়েছে। এগুলোর মোট বাজার মূল্য ছিল ২ কোটি ৭৬ লাখ ৮৪ হাজার টাকা।
এসইএমএল আইবিবিএল শরীয়া ফান্ড রয়েছে গেইনারের দ্বিতীয় স্থানে। ৮ দশমিক ৯৯ শতাংশ বা ৮০ পয়সা দর বেড়ে প্রতিটি ইউনিট সর্বশেষ ৯ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়। এদিন ফান্ডটির ৪১৬ বারে ১৩ লাখ ৮২ হাজার ৬০টি ইউনিট লেনদেন হয়েছে। এগুলোর বাজার মূল্য ছিল ১ কোটি ৩০ লাখ ৪৪ হাজার টাকা।
তৃতীয় স্থানে রয়েছে ফনিক্স ফাইন্যান্স ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড। ৭ দশমিক ৮১ শতাংশ বা ৪০ পয়সা দর বেড়ে প্রতিটি ইউনিট সর্বশেষ ৬ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়। এদিন ৬৮২ বারে ৩১ লাখ ৯৪ হাজার ৪৫৭ টি ইউনিট লেনদেন হয়েছে। এগুলোর বাজার মূল্য ছিল ২ কোটি ১০ লাখ ৮৩ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে কে অ্যান্ড কিউ, ফরচুন সুজ, সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, নাভানা সিএনজি, কপারটেক লিমিটেড, ঢাকা ইন্স্যুরেন্স ও আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী