লুজারে ৭ মিউচ্যুয়াল ফান্ড

লুজারে ৭ মিউচ্যুয়াল ফান্ড

সময়: বুধবার, সেপ্টেম্বর ৪, ২০১৯ ৭:৫২:০৬ অপরাহ্ণ


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ টপটেন লুজার তালিকায় নেমে যায় মিউচ্যুয়াল ফান্ড খাতের ৭টি প্রতিষ্ঠান। এগুলো হলো: ‘রিলায়েন্স ওয়ান’ দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচ্যুয়াল ফান্ড, গ্রামীন ওয়ান : স্কিম টু, আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড-১, আইসিবি থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড-১, আইসিবি সোনালী ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি অগ্রণী ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, গেইনারের শীর্ষে রয়েছে ‘রিলায়েন্স ওয়ান’ দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচ্যুয়াল ফান্ড। গতকাল এ ফান্ডের দর ৯ দশমিক ২৮ শতাংশ বা ৯০ পয়সা কমে প্রতিটি ইউনিট সর্বশেষ ৮ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়। এদিন ফান্ডটির ১৫১ বারে ৬ লাখ ৪২ হাজার ৫৪১টি ইউনিট লেনদেন হয়েছে। এগুলোর মোট বাজার মূল্য ছিল ৫৬ লাখ ৬০ হাজার টাকা।

গ্রামীন ওয়ান: স্কিম টু রয়েছে গেইনারের দ্বিতীয় স্থানে। ৮ দশমিক ১৩ শতাংশ বা ১০ পয়সা দর কমে প্রতিটি ইউনিট সর্বশেষ ১১ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়। এদিন ফান্ডটির ৮৬ বারে ১ লাখ ৮০ হাজার ৭৬২টি ইউনিট লেনদেন হয়েছে। এগুলোর বাজার মূল্য ছিল ২০ লাখ ৪৬ হাজার টাকা।

চতুর্থ স্থানে রয়েছে আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড-১। এদিন ৭ দশমিক ৬৯ শতাংশ বা ৫০ পয়সা দর কমে প্রতিটি ইউনিট সর্বশেষ ৬ টাকায় লেনদেন হয়। এদিন ৭৮ বারে ২ লাখ ৭৩ হাজার ৭৯ টি ইউনিট লেনদেন হয়েছে। এগুলোর বাজার মূল্য ছিল ১৬ লাখ ৩০ হাজার টাকা।

এছাড়া আইসিবি থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড-১ এর দর ৭ দশমিক ৪০ শতাংশ, আইসিবি সোনালী ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের দর ৬ দশমিক ১৫ শতাংশ, আইসিবি অগ্রণী ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের দর ৪ দশমিক ৯১ শতাংশ ও প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ডের দর ৪ দশমিক ৮৩ শতাংশ কমেছে।
এদিকে তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সন্ধানী ইন্স্যুরেন্স, ইউনাইটেড এয়ারওয়েজ ও মুন্নু সিরামিক।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ১০৭৫ বার পড়া হয়েছে ।
Tagged