সপ্তাহজুড়ে ডিএসইতে পিই রেশিও কমেছে

সময়: শনিবার, নভেম্বর ৩০, ২০১৯ ৬:২৮:৪৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেন বেড়েছে। তবে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আগের সপ্তাহের চেয়ে পিই রেশিও কমেছে দশমিক ৭ পয়েন্ট বা ৪৮ শতাংশ। লংকাবাংলা সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আলোচ্য সপ্তাহে ডিএসইতে পিই রেশিও অবস্থান করছে ১৪ দশমিক ৬৭ পয়েন্টে। এর আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ১৪ দশমিক ৭৪ পয়েন্ট।
খাতভিত্তিক হিসেবে পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৭ দশমিক ৩০ পয়েন্টে, সিমেন্ট খাত ২৪ দশমিক ৩০ পয়েন্টে, সিরামিক খাত ২৫ দশমিক ৮০ পয়েন্ট, প্রকৌশল খাত ১৪ দশমিক ৫০ পয়েন্ট, খাদ্য ও আনুষঙ্গিক খাত ২৬ পয়েন্ট, বিদ্যুৎ ও জ্বালানি খাত ১৩ দশমিক ৬০ পয়েন্ট, সাধারণ বীমা খাত ১৫ দশমিক ১০ পয়েন্ট, তথ্য ও প্রযুক্তি খাত ১৯ দশমিক ৮০ পয়েন্ট, বিবিধ খাত ২২ দশমিক ৫০ পয়েন্ট, আর্থিক খাত ৬২ পয়েন্ট, কাগজ ও প্রকাশনা খাত ৩১৫ দশমিক ৪০ পয়েন্ট, ওষুধ ও রসায়ন খাত ১৬ দশমিক ৯০ পয়েন্ট, সেবা ও আবাসন খাত ১৪ পয়েন্ট, চামড়া খাত ২২ দশমিক ৮০ পয়েন্ট, টেলিকমিনেকেশন খাত ১২ দশমিক ৭০ পয়েন্টে অবস্থান করছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/ রী

Share
নিউজটি ১০০৫ বার পড়া হয়েছে ।
Tagged