রেনেটার জমি কেনার সিদ্ধান্ত

সময়: মঙ্গলবার, ডিসেম্বর ১৭, ২০১৯ ৭:৫৬:৪৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেনেটা লিমিটেড ৩০৯ ডেসিমিল জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি গাজীপুর জেলার রাজেন্দ্রপুরে অবস্থিত ডোগরি এলাকায় ১৭৩ ডেসিমিল এবং টাঙ্গাইল সদরের কান্দিলা এলাকায় ১৩৬ ডেসিমিল জমি কিনবে। এতে রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচসহ ৮ কোটি ৩৭ লাখ ও ৪ কোটি ৭৬ লাখ টাকা ব্যয় হবে।
আজ কোম্পানির প্রতিটি শেয়ার সর্বশেষ ১ হাজার ১৩৪ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়। এর অনুমোদিত মূলধন ১০০ কোটি এবং পরিশোধিত মূলধন ৮০ কোটি ৫৩ লাখ ৬০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা ৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার ৬৭৫টি। বর্তমানে কোম্পানিটির ১ হাজার ৪৬৯ কোটি ৫৮ লাখ ৯০ হাজার টাকা রিজার্ভে রয়েছে। ‘এ’ ক্যাটাগরির রেনেটা লিমিটেড ১৯৭৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। ২০১৮ সমাপ্ত আর্থিক বছরে ৯৫ শতাংশ ক্যাশ এবং ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৩৪৬ বার পড়া হয়েছে ।
Tagged