অগ্নি সিস্টেমের ডেইরি প্রকল্পের সিদ্ধান্ত

সময়: মঙ্গলবার, ডিসেম্বর ১৭, ২০১৯ ৮:০৬:৪২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত আইসিটি খাতের কোম্পানি অগ্নি সিস্টেমস লিমিটেড ডেইরি ব্যবসার সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিকভাবে প্রকল্পটি ছোট পরিসরে কয়েক মাসের জন্য পরীক্ষামূলকভাবে শুরু করা হবে। ডেইরি ব্যবসায় প্রয়োজনীয় অভিজ্ঞতা না থাকায় মার্কিন পরামর্শ দাতা নিয়োগ দেয়া হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
অগ্নি সিস্টেমস ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হলেও দুগ্ধ খামারের সম্ভাবনা দেখে এ প্রকল্প শুরু করছে। এ লক্ষে গাজীপুরে ৪৫ বিঘা জমি কেনা হয়েছে। নতুন খামারে কিছু গরুও ইতোমধ্যে কেনা আছে। ২০২০ সালের জুন-জুলাইয়ের মধ্যে কোম্পানিটি উৎপাদন শুরু করবে।
কোম্পানিটি ৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাববছরের জন্য ৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সর্বশেষ আর্থিকবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৫ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৪ টাকা ৪৪ পয়সা।
কোম্পানিটি ২০০৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এর পরিশোধিত মূলধন ৭২ কোটি ৫৫ লাখ টাকা এবং অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। মোট শেয়ার সংখ্যা ৭ কোটি ২৫ লাখ ৫৬ হাজার ১৯৪টি।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৩১৮ বার পড়া হয়েছে ।
Tagged