বন্ড মার্কেট সচল করতে ডেট সিকিউরিটিজ আইন হচ্ছে

সময়: বুধবার, জানুয়ারি ২২, ২০২০ ৯:১৫:১৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ‘ডেট সিকিউরিটিজ রুলস্ ২০২০’-এর খসড়া অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি’র ৭১৫তম কমিশন সভায় এর অনুমোদন দিয়েছে। বন্ড মার্কেটকে সচল করতেই এ আইন প্রণয়ন করা হচ্ছে।

আজ বুধবার বিএসইসি’র সভা কক্ষে অনুষ্ঠিত ৭১৫তম কমিশন সভা ড. এম খায়রুল হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভা শেষে কমিশনের নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ডেট সিকিউরিটিজ) রুলস্ ২০২০-এর খসড়া কতিপয় পরিবর্তন সাপেক্ষে অনুমোদন করেছে, যা জনমত জরিপের জন্য খুব শিগগিরই দৈনিক পত্রিকা ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

সাম্প্রতিক সময়ে বন্ড মার্কেট গতিশীল করতে উদ্যোগী হয়েছে বিএসইসি। এরই অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের প্রতিনিধি নিয়ে একটি কমিটিও করা হয়েছিল। তারা ডেট সিকিউরিটিজ মার্কেট উন্নয়নে বেশ কিছু প্রস্তাব দিয়েছে। সেই আলোকে ডেট সিকিউরিটিজ রুলস্ ২০২০ প্রণয়ন করা হচ্ছে। এতে বন্ড মার্কেট আরও গতিশীল হয়ে ওঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ১১৫৭ বার পড়া হয়েছে ।
Tagged