লেনদেন চালুর বিষয়ে বিএসইসির অনাপত্তির সিদ্ধান্তকে রকিবুর রহমানের স্বাগত

সময়: বৃহস্পতিবার, মে ২৮, ২০২০ ৭:১১:১৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : প্রায় দুই মাস পর আগামী লেনদেন শুরু হতে যাচ্ছে দেশের পুঁজিবাজারে। আজ বৃহস্পতিবার (২৮ মে) নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন ও স্যাটলমেন্টসহ সকল কার্যক্রম শুরু করার বিষয়ে অনাপত্তি দিয়েছে। আর এর পর পরই দুই স্টক এক্সচেঞ্জ আগামী ৩১ মে, রোববার লেনদেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে।
লেনদেন চালুর বিষয়ে বিএসইসির অনাপত্তি দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক ও সাবেক প্রেসিডেন্ট মোঃ রকিবুর রহমান।
এক বিবৃতিতে তিনি বিষয়টিকে বিএসইসির যুগান্তকারী সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন। আর এই সিদ্ধান্তের জন্য বিএসইসির নতুন চেয়ারম্যানসহ কমিশনারদের অভিনন্দন জানিয়েছেন।
তিনি আশা প্রকাশ করেছেন, ডিএসই প্রযোজ্য সব স্বাস্থ্যবিধি মেনে লেনদেন পরিচালনা করবে। ব্রোকারহাউজসহ অন্যান্যরাও স্বাস্থ্য বিধি মেনে চলার বিষয়ে যত্নবান থাকবে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৫৩ বার পড়া হয়েছে ।
Tagged