সাপ্তাহিক লুজারের শীর্ষে মার্কেন্টাইল ব্যাংক

সময়: শনিবার, জুন ৬, ২০২০ ১০:৫৮:৫৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লুজার তালিকার শীর্ষে রয়েছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। সপ্তাহজুড়ে ব্যাংকটির ১৬.৫৪ শতাংশ দরপতন হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, প্রতিদিন গড়ে ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে কোম্পানিটির।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেড । গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৬ দশমিক ২৫ শতাংশ। কোম্পানিটি গড়ে প্রতিদিন ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

বিডি ওয়েল্ডিং তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়রটির সর্বোচ্চ দর কমেছে ১৪ দশমিক ৯৭ শতাংশ। কোম্পানিটি গড়ে প্রতিদিন ৩১ হাজার টাকা লেনদেন করে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সেন্ট্রাল ফার্মা, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, স্ট্যান্ডার্ড ব্যাংক, উত্তরা ব্যাংক, এক্সিম ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক ও ওয়ান ব্যাংক লিমিটেড।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৯৫ বার পড়া হয়েছে ।
Tagged